আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় ত্রিপলির কাছে এক বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছে। একটি বিস্ফোরক ভর্তি গুদামে সৃষ্ট হওয়া সংঘর্ষের ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ত্রিপলির নিকটবর্তী মিসরাতা শহরের স্থানীয় লোকজনের সঙ্গে মিলিশিয়া যোদ্ধাদের সংঘর্ষে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে
দেশটির স্থানীয় কর্মকর্তারা জানান, মিসরাতা শহরে একটি সামরিক ভাণ্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আতশবাজি বোঝাই একটি লরি বিস্ফোরিত হয়েছে।
আইএসের সঙ্গে এখনো লড়াই চলছে লিবিয়ার মিলিশিয়া বাহিনীর। জানা গেছে, পূর্বাঞ্চলীয় সিরতে শহরে চলা এই সংঘর্ষে সরকার সমর্থিত বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ