শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ।। ২৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেনি : ভিপি নুর আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) কে যেমন দেখেছি মাত্র ৯ মাসে কোরআনের হাফেজা হলেন ৬ বছরের সাফিয়্যা ভারতীয় চক্রান্তের প্রতিবাদে সাভারে হেফাজতের বিক্ষোভ সমাবেশে জনতার ঢল বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের বর্বর হামলার বিচার চেয়ে বিক্ষোভ, স্মারকলিপি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ ছিলেন হেলাল হাফিজ: ড. ইউনূস কবি হেলাল হাফিজের ইন্তেকাল সরকারের প্রতি যে আহ্বান জানালেন মির্জা ফখরুল মাহফিলে যেতে না পেরে হেলিকপ্টারের ৪ লাখ টাকা ফেরত দিলেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মুসলিম সমাজে অমুসলিমদের ধর্ম পালনে বাধা নেই: বায়তুল মোকাররমের খতিব

সরকারের প্রতি যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে (আইইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি যাতে সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিবে। বিশেষ করে আমরা বিএনপির পক্ষ থেকে প্রথম দিক থেকেই সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিচ্ছি এমনকি এই মুহূর্তেও আমরা সমর্থন দিচ্ছি। কেননা আমরা চাই কাজগুলো শেষ করে তারা জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিবেন।

এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে উপদেষ্টা নাহিদের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, গতকাল আমি দেখলাম একজন উপদেষ্টা মন্তব্য করেছেন যে, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছেন। কি জন্য করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন, কেন করেছেন আমি জানি না। এই উক্তির গভীরতা উনি বুঝেছেন কি না তাও আমি জানি না। এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা উক্তি। এই সরকার অন্তর্বর্তী সরকার। আমরা যারা আন্দোলন করেছি তারাই এই সরকারকে দায়িত্ব দিয়েছি যাতে নির্বাচনের সুষ্ঠু একটি পরিবেশ তারা তৈরি করে দিতে পারেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিন্তু তিনি যখন এই কথা বলেন, এটা অত্যন্ত মারাত্নক একটা অভিযোগ। আমি তীব্রভাবে এর নিন্দা করছি। আমি মনে করি এই ধরণের উক্তি তার প্রত্যাহার করা উচিত এবং মনে করিয়ে দিতে চাই, দয়া করে রাজনৈতিক দলগুলোকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগী করছে, এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সেখানে আপনি যদি বলেন, ব্যর্থ করার জন্য চেষ্টা করছি....আমরা হাজার বার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাবো।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ