শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ।। ২৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজে অমুসলিমদের ধর্ম পালনে বাধা নেই: বায়তুল মোকাররমের খতিব অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে : সারজিস রাজনীতিবিদরা ৫৩ বছরে সংস্কার করলেন না কেন প্রশ্ন উপদেষ্টা রিজওয়ানার আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে হবে: তারেক রহমান আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে : জামায়াত আমির ‘২৩ সালে সন্ত্রাসবাদের নামে রাজনৈতিক নেতাদের আটক করা হয়’ ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি, বইছে মৃদু শৈত্যপ্রবাহ প্রাথমিকের শিক্ষকদের ‘সুখবর’ দিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট ৫ মাসেও বৃদ্ধা রাবেয়া হত্যার রহস্য উদঘাটন হয়নি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে : জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কার কাছে ভোট চাইবে। এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন অপশক্তির কাছে মাথা নত করেনি, কেবল আল্লাহর কাছে মাথা নত করেছে।

তিনি বলেন, জামায়াত ১৬ বছর অনেক ত্যাগ করেছে, আরও ত্যাগের জন্য প্রস্তুত। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই।

পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি কখনো আনসার লীগ, চাকরি লীগ, ইসকন লীগ হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়, বরং ধৈর্য্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে বলে জানান ডা. শফিকুর রহমান।

সমাবেশে তিনি সাবেক স্বৈরাচার সরকারকে ইঙ্গিত করে আরও জামায়াত আমির বলেন, খুনিরা গর্তে ঢুকেছে কিন্তু বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়ত চায়- যেখানে নারী পুরুষের সম-অধিকার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য। সে জন্য দেশের জনগণের পূর্ণ সহযোগিতার দরকার। আর জনগণকে কাছে টানতেই ইতিবাচক রাজনীতি করছে জামায়াতে ইসলামী।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ