বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বানে রাজনৈতিক বিভিন্ন যুব সংগঠনগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদী আচরণ ও সাম্প্রদায়িক সহিংসতা তৈরির লক্ষ্যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ করবার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর পল্টনে আল রাজি কেমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্রিয়াশীল যুব সংগঠনগুলোর আলোচনায় জাতীয় স্বার্থে যুব ঐক্যের বিষয়ে জোর দেয়া হয়। ঐক্যবদ্ধভাবে তরুণদের নিয়ে সম্প্রীতি সমাবেশ, চিত্র প্রদর্শনী বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সুহাইল আহমদ (সাধারণ সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশ), মানসুর আহমদ সাকী (সেক্রেটারি জেনারেল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ- চরমোনাই), শাহদাতুল্লাহ্ টুটুল (আহ্বায়ক, এবি যুব পার্টি), মাওলানা ফজলুর রহমান (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস), শেখ সাব্বির আহমদ (যুগ্ম সাধারণ সম্পাদক, ইসলামি যুব মজলিস), বাবর চৌধুরী (সভাপতি, বিপ্লবী যুব সংহতি), হারুন অর রশিদ (আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় যুব সংহতি- পার্থ), এস এম সামসুল আলম নিক্সন (সভাপতি, জাতীয় যুব পরিষদ)।
সভায় সভাপতিত্ব করেন : মনজুর মোরশেদ মামুন, সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
সঞ্চালনা করেন: নাদিম হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
হাআমা/