বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ ।। ৯ মাঘ ১৪৩১ ।। ২৩ রজব ১৪৪৬


যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় দুই বাসের মাঝে পড়ে মো. মিঠুন মিয়া ( ৪৫ ) নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী মোড় এলাকায় ডিউটিরত অবস্থায় দুই বাসের চাপায় আহত হন মিঠুন মিয়া। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিঠুন মিয়ার আহত হওয়ার খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ