বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২৩ রজব ১৪৪৬


প্রথম তারাবির নামাজে মুসল্লিদের উপচে পড়া ঢল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে ফের এসেছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানের প্রথম তারাবিতে রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোয় মুসল্লিদের ঢল নেমেছে। দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরাও।

দেশে মঙ্গলবার (১২ মার্চ) থেকে রমজান শুরু। সোমবার (১১ মার্চ) বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। আর ভোররাতে সেহরি খেয়ে রোজা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে দেশে শুরু হচ্ছে রোজা।

সোমবার (১১ মার্চ) প্রথম তারাবিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন।

রজধানীর কয়েকটি মসজিদে নামাজ পড়তে যাওয়া আওয়ার ইসলামের প্রতিনিধিরা জানিয়েছে, মসজিদগুলোতে তিল ধারণের জায়গা নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নির্দেশনা অনুযায়ী, তারাবির নামাজে প্রথম ৬ রমজানে কোরআন শরীফের দেড় পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করতে হবে।

এদিকে, সারা দেশের মুসল্লি, ইমাম-খতিব ও মসজিদ কমিটিকে একই পদ্ধতিতে তারাবি নামাজ আদায় করতে আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ।

মঙ্গলবার রমজান শুরু হওয়ায় আগামী ৬ এপ্রিল (২৬ রমজান) শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ