মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ।। ১ আশ্বিন ১৪৩১ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে বিশেষজ্ঞ ও ডিএমপিকে নির্দেশ প্রধান উপদেষ্টার রাষ্ট্র ব্যবস্থার কাঙ্খিত সংস্কারে আলেম সমাজকেও এগিয়ে আসতে হবে: জমিয়ত নেতৃবৃন্দ ধর্ম উপদেষ্টার সঙ্গে সিলেট আলেম প্রতিনিধির সাক্ষাৎ, আলোচনায় ইসলামিক ফাউন্ডেশন হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সংবর্ধনা, সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘আদর্শ নাগরিক গঠনে ভূমিকা রাখছে উলামায়ে কেরাম’ মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ: ধর্ম উপদেষ্টা খেলাফত ব্যবস্থায় রাষ্ট্র ও সমাজ শীর্ষক সীরাতুন্নবী সা. সেমিনার অনুষ্ঠিত আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে তেজগাঁও কলেজের ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাসুল (স.) এর আদর্শ পৃথিবীকে শত শত বছর নেতৃত্ব দিয়েছে: চবি অধ্যাপক

ইসলাম থেকে দূরে থাকায় সারা দেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী শিক্ষা ও আদর্শ থেকে দূরে থাকায় সারা দেশে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, ইসলামের সৌন্দর্য মানুষ বুঝতে না পারায় ইসলাম থেকে দূরে। এজন্য ইসলামের কল্যাণকর দিকগুলো জাতির সামনে তুলে ধরে তাদেরকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করতে হবে। 

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা দক্ষিণ থানাধীন ৬৪ নম্বর ওয়ার্ডের বাঁশেরপুল শাহজালাল রোডের একটি মিলনায়তনে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ। ৬৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডেমরা দক্ষিণ থানা সভাপতি এমদাদুল হক, সেক্রেটারি আব্দুল হাকিম, ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।

তিনি বলেন, ইসলাম একটি কল্যাণকর জীবন ব্যবস্থার নাম। ইসলাম যে দেশে বা রাষ্ট্রে আছে সেখানে মানুষ খুব সুখে শান্তিতে আছে। কাজেই ইসলাম শান্তি ও কল্যাণ এবং মানবতার ধর্ম। ইসলাম না মানায় মানুষ ক্রমেই হিংস্র হয়ে উঠছে। কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। এজন্য ইসলামের প্রতি ছোট বেলা থেকেই আকৃষ্ট করে গড়ে তুলতে হবে। মানুষের বুনিয়াদ ঠিক থাকলে কখনো বিপথগামী হয় না। ছোট থাকতেই কোরআন শিক্ষাসহ ইসলামের মৌলিক শিক্ষাগুলো দিতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ