বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় কাল বুখারী শরীফের শেষ সবক পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই: মাওলানা ইমতিয়াজ আলম ভ্যাট কমছে যেসব খাতে চারদিনের রিমান্ডে সাবেক এমপি ড. আবু রেজা নদভী শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি কর‌তে চান বাংলাদেশি ব্যবসায়ীরা বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী

শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত: প্রধানমন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া উচিত। পাশাপাশি রাখতে হবে আরও ভাষা শেখার সুযোগ। অনেকে ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলেন বা বলতে চান। ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বললে ভাষার মাধুর্য হারিয়ে যায়।’ 

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। মাতৃভাষার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নেন, তিনি ছাত্র সংগঠন গড়ে তোলেন। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। আরো কয়েকটি প্রগতিশীল সংগঠনকে নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন।’

সরকার প্রধান বলেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে, ইতিহাস বিকৃত করার মধ্য দিয়ে। কিন্তু আজ ইতিহাসের সত্য মানুষ জানতে পারছে। ইতিহাসের সত্য মুছে ফেলা যায় না। জাতির পিতার উদ্যোগের ফলে এবং তাঁর নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ বেয়ে আমরা আমাদের স্বাধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষাভিত্তিক রাষ্ট্র। আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এই মর্যাদা অর্জন করেছি।’ 

শেখ হাসিনা বলেন, ‘রক্ত দিয়ে ভাষার মর্যাদা রেখেছে বাংলাদেশ। কেউ ভাষা নিয়ে গবেষণা করতে চাইলে তাকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সুযোগ দিতে হবে। সাহিত্যের অনুবাদের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে করে বিভিন্ন ভাষার সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। বাংলা একাডেমি ও আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটকে একত্রে কাজ করতে হবে।’ 

বিশ্বে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি শান্তিতে বিশ্বাস করে, যুদ্ধ চায় না। যুদ্ধের অস্ত্র কেনার টাকা শিশুদের শিক্ষার কাজে ব্যবহার হোক।’ 

এরআগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬টি ভাষায় অনুবাদ, মাতৃভাষা পিডিয়া বিশ্বকোষ বাংলা ও ৩টি বহুভাষী পকেট অভিধানের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ