বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় কাল বুখারী শরীফের শেষ সবক পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই: মাওলানা ইমতিয়াজ আলম ভ্যাট কমছে যেসব খাতে চারদিনের রিমান্ডে সাবেক এমপি ড. আবু রেজা নদভী শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি কর‌তে চান বাংলাদেশি ব্যবসায়ীরা বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী

টেলিযোগাযোগ খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নানা কারণে ভঙ্গুর অবস্থায় থাকা দেশের টেলিযোগাযোগ খাতকে (বিটিসিএল, টেলিটক, টেশিস) ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে- সেবার মান বাড়ানো, সব প্রতিষ্ঠানকে লাভজনক করা, সিন্ডিকেট ভেঙে দেওয়া, অবৈধ ভিওআইপি বন্ধ করা, নিয়োগ-পদোন্নতিতে দুর্নীতি-অনিয়ম দূর করা। এজন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ভেঙে আলাদা প্রতিষ্ঠান করা হতে পারে। কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে জিএম-ডিজিএমসহ অনেক পদে বাইরে থেকে অভিজ্ঞ ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে।

স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ উদ্যোগ নিয়েছেন, যিনি দ্বাদশ সংসদে নতুন করে ডাক ও টেলিযোগাযোগ অধিদফতরের দায়িত্বও পেয়েছেন। মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।

টেলিযোগাযোগ খাতকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনসহ (বিএমপিসিএ) সচেতন মহল। 


বিটিসিএলকে যেভাবে ঢেলে সাজানো হবে:

বিটিসিএল ভেঙে হতে পারে আলাদা প্রতিষ্ঠান: সেবার মানোন্নয়ন ও প্রতিযোগিতায় ফেরাতে বিটিসিএলকে ভেঙে আলাদা আলাদা প্রতিষ্ঠান করে দিতে পারে সরকার। যেমন- ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিও)ইত্যাদি। এছাড়াও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন)-কে আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়ে আলাদা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হতে পারে। ফলে সেবার মান বাড়বে, বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হবে, সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে।


অভিজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে: প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে জিএম, ডিজিএম এবং বাজার ও বিক্রয় ব্যবস্থাপনার দায়িত্বে বাইরে থেকে অভিজ্ঞদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে। কেবল স্থাপনা রক্ষণাবেক্ষণ, টেকনিক্যাল ও হিসাব রক্ষণাবেক্ষণে এবং সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিযুক্ত থাকতে পারেন।

নিরপেক্ষ তদন্ত কমিটি: দুর্নীতির (বিশেষ করে বিগত দিনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আসা অভিযোগ) তদন্তের জন্য নিরপেক্ষ কমিটি গঠন করা হতে পারে। একই সঙ্গে প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

থাকবেন নাগরিক সমাজের প্রতিনিধিরা: পরিচালনা বোর্ডে নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ ব্যক্তি এবং গ্রাহক প্রতিনিধিদের রাখা হতে পারে।

টেলিটকের মানোন্নয়নে যা করা হবে:
* টেলিটকের চেয়ারম্যান কোনোভাবেই মন্ত্রণালয়ের সচিব থাকতে পারবেন না।
* টেলিটকে বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে জিএম, ডিজিএমসহ বিভিন্ন পদে বিটিসিএল থেকে আসা ২০-২৫ জন ক্যাডারভিত্তিক কর্মকর্তা রয়েছেন। তাদের বিরুদ্ধে বিগত দিনে ভিওআইপি পরিচালনাসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের সরিয়ে অভিজ্ঞ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে।
* ২০০৫ সাল থেকে বর্তমানে যারা দায়িত্বে নিয়োজিত তাদের দায়িত্বে অবহেলার দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতির অভিযোগ তদন্ত করতে হবে।
* বিটিসিএলের মতো টেলিটকের পরিচালনা বোর্ডও ঢেলে সাজাতে হবে।
* প্রকল্প গ্রহণের সময় অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করে সেই প্রকল্প লাভজনক কিনা তা খতিয়ে দেখতে হবে।

টেলিটকের কাছ থেকে পাওনা আদায়ে বিটিআরসিকে নির্দেশ:
তরঙ্গ বরাদ্দ বাবদ টেলিটকের কাছে বিটিআরসির পাওনা রয়েছে ৫ হাজার ৩০০ কোটি টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই পাওনা আদায়ে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন। টেলিটককে মানুষের আশা-আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে এ সংস্থার নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে অ্যাকটিভ শেয়ার কার্যকর করারও নির্দেশনা দেন তিনি। এতে টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।

টেশিসের অনিয়মে ভেস্তে গেছে সরকারি প্রকল্প:
টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) অগ্রাধিকারমূলক একটি খাত হলো তথ্যপ্রযুক্তি। এ সংস্থা দোয়েল ল্যাপটপ, টেলিফোন সেটসহ অন্যান্য প্রযুক্তিপণ্য উৎপাদন করে। টেশিসের অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতির কারণে ভেস্তে গেছে সরকারের দোয়েল ল্যাপটপ উৎপাদন প্রকল্প। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেশিসের ডিজিটাল প্রযুক্তি পণ্যের উৎপাদন প্লান্টগুলো পরিদর্শন করে এসসব অনিয়ম পেয়েছেন।

প্রতিমন্ত্রী বলেছেন, টেশিসের সব জায়গায় বিশৃঙ্খলা ও অনিয়ম পেয়েছি। এখানে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। টেশিসের অনিয়ম, অব্যবস্থাপনা, অপচয়ের কারণে দোয়েল ল্যাপটপ উৎপাদন প্রকল্প ভেস্তে গেছে। বাজারে প্রতিযোগিতা তৈরি হলেও টিকতে পারে না টেশিস। সংস্থাটি সরকারকে কিছুই দিতে পারছে না। অথচ বসে বসে জনগণের টাকায় বেতন নিচ্ছে। এক্ষেত্রে টেশিসের লজ্জা পাওয়া উচিত। তিনি বলেন, আমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছি।

যেভাবে লাভজনক হতে পারে টেশিস:
* টেশিসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে জিএম, ডিজিএম এবং বাজার ও বিক্রয় ব্যবস্থাপনার দায়িত্বে অভিজ্ঞ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে সরকার। কেবল স্থাপনা রক্ষণাবেক্ষণ, টেকনিক্যাল, হিসাব রক্ষণাবেক্ষণ এবং সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিযুক্ত থাকবে।
* টেশিসের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আগের কর্মকর্তাদের বিরুদ্ধে আসা সব অভিযোগ তদন্তের জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে।
* টেলিকমিউনিকেশনের সাইট তৈরির যন্ত্রপাতি, ফাইবার ইকুইপমেন্ট, ইন্টারনেটের জন্য ফাইবার, আধুনিক রাউটার, মোবাইল হ্যান্ডসেটের মতো পণ্য উৎপাদন করতে হবে।

প্রতিমন্ত্রী পলকের আলটিমেটাম:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আলটিমেটাম দিয়ে বলেছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যেসব কোম্পানি আছে, সেগুলোর কোনোটিই লোকসানে থাকতে পারবে না। সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগের প্রধানদের আলটিমেটাম দেওয়া হয়েছে। সবগুলোকে লাভজনক অবস্থানে যেতে হবে। এজন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।

প্রোডাকটিবেলিটি, প্রোডাক্ট ডাইভারসিটি প্রমোশন এবং প্রসেস টু কানেক্ট কাস্টমার- এই চার শব্দের পি আদ্যক্ষরের ওপর কাজ করতে প্রস্তাব জমা দেওয়ারও নির্দেশ দেন জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ ভিশন ৪টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। স্তম্ভগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার এবং স্মার্ট সোসাইটি। গত মেয়াদে আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি। আমরা প্রায় ৪০টি প্রকল্প চিহ্নিত করেছি যেগুলো আমাদের যাত্রা শুরু করার জন্য বাস্তবায়ন করা দরকার। এই মেয়াদে আমাদের চ্যালেঞ্জ হলো আমরা দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সঙ্গে ৪টি স্তম্ভের অধীনে যেসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব, তা নিশ্চিত করা।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ