আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর ২২ তম কেন্দ্রীয় পরীক্ষা।
জানা যায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এছাড়া পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে’। কেন্দ্রীয় পরীক্ষা যেন সুষ্ঠু ও সুন্দর হয়- তাই সবার সহযোগীতা কামনা করেছেন তিনি।
কেএল/