বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি কর‌তে চান বাংলাদেশি ব্যবসায়ীরা বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বাংলাদেশে সফররত মাওলানা আরশাদ মাদানির সফরসূচি বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ : সীমান্ত নিয়ে গুজব ছড়ানো যাবে না নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: শফিকুল আলম ১০ লাখ মেট্রিক টন চাল-গম আমদানি করবে সরকার

দ্রুত তিস্তার পানিবণ্টন চুক্তি চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি সই করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়েও বাংলাদেশ জোর দিয়েছে।

গতকাল বুধবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ এ অনুরোধ জানায়। এদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের বার্তা দিয়েছে ভারত।

গতকালের বৈঠক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, বৈঠকের আলোচনা দুই দেশের বন্ধুত্বকে আরো শক্তিশালী করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। সীমান্তে মৃত্যুর সংখ্যা কমাতে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারেও উভয় পক্ষ সম্মত হয়। বৈঠকে বাংলাদেশ পণ্য রপ্তানিতে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে।

বিশেষ করে, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, বৈঠকে মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে। ভারত মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতুয়ে থেকে তাদের কূটনীতিক ও কর্মকর্তাদের ইয়াঙ্গুনে সরিয়ে নিচ্ছে। সিতুয়েতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে ছয়জন সদস্য আছেন।

প্রয়োজনে তাঁদেরও সিতুয়ে থেকে ইয়াঙ্গুনে সরিয়ে নিতে ভারত সহযোগিতা করতে পারে।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দেশের সুবিধাজনক সময়ে ওই সভা অনুষ্ঠিত হবে। এতে যৌথভাবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সভাপতিত্ব করবেন। ওই সভায় দুই দেশের সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে।


এদিকে জার্মানির মিউনিখে আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন। ওই সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে গতকাল নয়াদিল্লিতে আলোচনা হয়েছে।

বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন। তাঁরা বিমসটেক, আইওআরএ, বিবিআইএন কাঠামোর আওতায় উপ-আঞ্চলিক সহযোগিতা আরো জোরদারের বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ