বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
চারদিনের রিমান্ডে সাবেক এমপি ড. আবু রেজা নদভী শ্রীমঙ্গলে কুদ্দুছিয়া মহিলা মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব বরুণা পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি কর‌তে চান বাংলাদেশি ব্যবসায়ীরা বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি হবিগঞ্জের মাধবপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম আল মাদানী আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বাংলাদেশে সফররত মাওলানা আরশাদ মাদানির সফরসূচি বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ : সীমান্ত নিয়ে গুজব ছড়ানো যাবে না নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: শফিকুল আলম

ভারতের আরও তিন রুটে বাস চালাবে বিআরটিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বর্তমানে বাংলাদেশে থেকে পাঁচটি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস। এর বাইরে নতুন আরও তিনটি আন্তর্জাতিক রুটে বাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই পরিবহন সংস্থাটি।

এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গা থেকে ভারতের দুইটি প্রদেশে যাত্রী পরিবহন করবে বিআরটিসির লাল-সবুজ বাস।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে ‘রিপোটার্স ফর রেল অ্যান্ড রোড’ এর সদস্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, শিগগিরই নতুন তিনটি আন্তর্জাতিক রুটে বাস সার্ভিস চালু হচ্ছে। এই রুটগুলো হচ্ছে ঢাকা-শিলিগুড়ি-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-কলকাতা ও কক্সবাজার-চট্টগ্রাম-আগরতলা। বর্তমানে পাঁচটি আন্তর্জাতিক রুটে বিআরটিসির বাস চলাচল করে। সেগুলো হচ্ছে ঢাকা-কলকাতা-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি-ঢাকা, ঢাকা-খুলনা-কলকাতা ও ঢাকা-আগরতলা-ঢাকা।

তিনি আরও বলেন, এর বাইরে ২০৮টি স্থানীয় রুটে বিআরটিসির বাস চলাচল করছে। কর্পোরেশনের মোট এক হাজার ৩৫০টি বাস রয়েছে। ট্রাক রয়েছে ৫০৫টি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চারটি রুটে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বাণিজ্য মেলার জন্য প্রায় দেড়শ বাস চলাচল করছে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, উত্তরা থেকে দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত বিআরটিসির শাটল বাসে র‍্যাপিড পাস চালু আছে। র‍্যাপিড পাসের এই সেবা আরও বাড়াতে চাচ্ছি। এখন রুট ম্যাপিংয়ের কাজ চলছে। আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যে রাজধানী ঢাকায় আরও অন্তত দুইটি রুটে এই সেবা চালু করতে পারব। যাত্রীদের সেবা সহজ ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। র‍্যাপিড পাস হলো, একটি স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা; বর্তমানে যা ঢাকা মেট্রোরেলের যাত্রীরা ব্যবহার করছেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ