বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬


বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৪৭ দেশের মুসল্লির অংশগ্রহণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিশ্বের ৪৭টি দেশ থেকে দুই হাজার বিদেশি মেহমান বিশ্ব ইজতেমায় অংশগ্রহন করেছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টঙ্গী ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিদেশি খিত্তার নিরাপত্তায় স্থাপিত বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

৪৭টি দেশের মধ্যে ভারত পাকিস্তান, কুয়েত, সৌদিআরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্য অন্যতম।

এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ র‌্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া-যাওয়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ নদের তীরে ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব তাবলিগ জামাতের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ