মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ।। ২ বৈশাখ ১৪৩২ ।। ১৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

উৎসব-ই ধর্ম নয় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস ||

ধর্ম এবং উৎসব দুটি সমান নয়। ধর্ম হচ্ছে জীবন ব্যবস্থার নাম আর উৎসব হচ্ছে সেই জীবনের একটি আনুষাঙ্গিক বিষয় মাত্র। সুতরাং কেউ যদি বলে ধর্ম এবং উৎসব বা সংস্কৃতি রেললাইনে দুটি ধারার মতো। আমাদের উৎসব আমাদের ধর্ম (?) এমন কথা কিভাবে সঠিক হতে পারে?

কারণ, ধর্মে উৎসব থাকে; কিন্তু উৎসব ধর্ম হতে পারে না। আর রেললাইনে দুটি ধারার মতো বললে, ধর্ম এবং উৎসবকে সমান সমান মনে হয়।

এমন কথা কোন মুসলমানের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন ভাবেই সমচীন নয়। 

যাদের কোন ধর্ম নেই তারাই কেবল উৎসবকে নিজেদের ধর্ম ও কর্ম মনে করতে পারে; কিন্তু যাদের ধর্ম আছে তারা সকল উৎসবকে পালন করতে পারেন না। তারা ধর্মের অনুমোদিত উৎসব সমূহকে, ধর্মের নিয়ম-কানুন অনুযায়ী পালন করতে বাধ্য। তাহলেই তো তারা সেই ধর্মের অনুসারী হবেন। অন্যথায় তো তারা ধর্মের বাইরে চলে যাবেন।

ধর্মের আরবি শব্দ হচ্ছে "দ্বীন"। যার বাংলা অর্থ হচ্ছে- জীবন ব্যবস্থা। আর আমাদের দ্বীন বা ধর্মের নাম ইসলাম। আল্লাহ তা'আলা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ঘোষণা করে ইরশাদ করেন-

اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا

অর্থ: আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম (ইসলামকে) পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। (সূরা মায়েদা, আয়াত নং ৩) 

তাহলে উক্ত আয়াত দ্বারা পরিস্কার হয়ে গেল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এর মধ্যে কোন কিছু সংযোজন কিংবা বিয়োজন করার সুযোগ নেই।

ইসলাম অর্থ আনুগত্যের সাথে মাথা ঝুকিয়ে দেওয়া। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইসলামের নিয়ম নীতির বাইরে যাওয়ার কোন সুযোগ কোন মুসলমানের নেই। যেমন, আল্লাহ তা'আলা এরশাদ করেন-

وَ مَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ ۚ وہُهوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ  

অর্থ: আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। (সূরা আলে ইমরান, আয়াত নং ৮৫)

সুতরাং যদি আমরা মুসলিম হই, তাহলে ধর্ম আমাদের একটাই। তা হচ্ছে ইসলাম। কোন অনুষ্ঠান কিংবা কোন উৎসবকে ধর্ম আখ্যায়িত করার কোন সুযোগ নেই। 

তাহলে প্রশ্ন থেকে যায় দেশীয় বিভিন্ন উৎসব কিংবা অনুষ্ঠান কিভাবে উদযাপন করব? তার উত্তর হচ্ছে, যে কোন উৎসব কিংবা অনুষ্ঠান, যদি তা কোরআন-সুন্নাহ বিরোধী এবং  বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় তাহলে তাতে অংশগ্রহণ করতে কোন নিষেধ নেই। পক্ষান্তরে যদি তাতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ কর্ম থাকে তাহলে তাতে যুক্ত হওয়ার কোন সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন-

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

অর্থ: যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১)

তাই মুসলমানদের কাছ আহ্বান রাখছি, ক্ষণিকের জন্যই আল্লাহতায়ালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের লক্ষ্য আখেরাতের সফলতা। তাই প্রবৃত্তির চাহিদা বর্জন করে আল্লাহ এবং তাঁর রাসূলের নির্দেশনা মেনে নেওয়াই প্রকৃত মুসলমানের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 

শিক্ষক, লালবাগ মাদ্রাসা 
খতিব, আজিমপুর ছাপরা মসজিদ ঢাকা।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ