শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৭ ফাল্গুন ১৪৩১ ।। ২২ শাবান ১৪৪৬

শিরোনাম :
ইফা প্রকাশিত সাহরী-ইফতারের সময় নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই : মাওলানা আবদুল মালেক আল্লাহ ও নবীকে (সা.) নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা সর্বোচ্চ শাস্তি চায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদ শ্রীমঙ্গলে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত মাতৃভাষা : হৃদয়ের গভীরতম এক স্পন্দন রমজানে ভোগ্যপণ্যের মজুত করলে কঠোর হবে সরকার: অর্থ উপদেষ্টা ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম চরমোনাই মাহফিলে বৃহত্তর ঐক্যের ডাক মজলিস আমিরের স্বেচ্ছায় গ্রেফতার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির শুরায়ি নেজামের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে : নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা দখলের একটি প্রস্তাব ঘোষণা করেছেন।  এই প্রস্তাব বাস্তবায়ন করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ফিলিস্তিনি বাসিন্দাদের অন্যত্র সরিয়ে গাজা উপত্যকার মালিকানা নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ভিন্ন গাজা গড়ে তোলার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আমি প্রতিশ্রতিবদ্ধ। সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু এ কথা বলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ১৫ মাসের যুদ্ধ শেষে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ—কারো হাতেই থাকবে না। যুদ্ধে ইতোমধ্যে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে মানবিক সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে।

জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ‘ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির’ প্রশংসা করেন নেতানিয়াহু। তার এক দিন পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা মালিকানা দখলের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিসর, জর্দানসহ আরব দেশগুলোতে পাঠানোর প্রস্তাবও পেশ করেন। ট্রাম্পের এসব পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন নেতানিয়াহু।

ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি সোমবার ঘোষণা দিয়েছেন যে, গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় প্রস্থান’-এর জন্য একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন।

গত ১৫ মাস ধরে যুদ্ধের পর গাজায় গত ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধে ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে না বলে জানান স্বয়ং ট্রাম্প।

গাজা নিয়ে ট্রাম্পের এই প্রস্তাবে মুসলিম দেশগুলোতে নিন্দার ঝড় বইছে। তবে এই সপ্তাহে রুবিওর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এটি আলোচ্যসূচিতে থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ