মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও যোগদান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ২টায় সংগঠনের জেলা কার্যালয়ে জেলা সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপনের সঞ্চালনায় সংবর্ধনা ও যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার ও যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদা খানম-কে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, শগণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হারুনুর রশীদ, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি নুর হোসেন, গণঅধিকার পরিষদ মৌলভীবাজার সদর উপজেলাধীন একাটুনা ইউনিয়নের সদস্য আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা নিয়ে আমরা গণ যোগদান কর্মসূচি পালন করছি। আমাদেরকে কেন্দ্রীয় কমিটি সহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ দিকনির্দেশনা দিয়েছেন, যাতে করে দিনমজুর, কৃষক, শ্রমিক থেকে শুরু করে প্রত্যেক শ্রেণি পেশার মানুষ গণ অধিকার পরিষদে যুক্ত হতে পারে, সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্যই আমাদের এই কর্মসূচী। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, গণ অধিকার পরিষদ, সাধারণ মানুষের ইচ্ছে, আকাঙ্ক্ষার পরিষদ। সব শ্রেণি পেশার মানুষকে আমরা সুযোগ দিচ্ছি, যাতে করে আমাদের দলে যুক্ত হতে পারে। সবার অধিকার নিয়ে যাতে আমরা কথা বলতে পারি, সেই জন্য আমরা সবাইকে সুযোগ দিচ্ছি। সবার অংশ গ্রহণ থাকলে আমরা আওয়ামীলীগ এবং বিএনপির বাহিরে প্রথম স্থানে জায়গা করে নিতে পারব বলে মনে করি।
কেএল/