আবদুর রউফ আশরাফ>>
সিলেটের জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুরে মাদানিয়া ছাত্র সংসদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মাসুদ খাঁনের সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক মাওলানা শহিদুল হকের সঞ্চালনায় ২০২৪-২৫ ঈসায়ী/১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বছরব্যাপী বক্তব্য, কুরআন তেলাওয়াত, প্রবন্ধ পাঠ এবং হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। একইসঙ্গে মাদরাসার সাবেক শিক্ষক ও বর্তমানে পর্তুগাল প্রবাসী মাওলানা হাফিজ উদ্দীন এবং শায়খুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মাওলানা আলহাজ্ব আব্দুশ শহীদ। এছাড়াও বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাওলানা রুহুল আমীন, মাওলানা শিব্বির আহমদ, সংবর্ধিত অতিথি মাওলানা হাফিজ উদ্দীন, শিক্ষা-সচিব মুফতি ওলীউর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জামাল উদ্দীন চৌধুরী, মাওলানা সালমান ফার্সি এবং সানূর মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।
কেএল/