রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ ।। ২৮ পৌষ ১৪৩১ ।। ১২ রজব ১৪৪৬


খুলনায় চরমোনাই’র নমুনায় বিভাগীয় মাহফিল শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

খুলনায় চরমোনাইর নমুনায় তিনদিন ব্যাপী খুলনা বিভাগীয় ৪০তম বাৎসরিক ওয়াজ মাহফিল আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি)থেকে শুরু হচ্ছে। নগরীর খালিশপুরস্থ গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রথম দিন সোমবার (১৩ জানুয়ারি) বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হবে। আরো বয়ান করবেন আলহাজ্ব মাও: ইউনুস আহমদ, মাও: মুফতী রেজাউল করিম আবরার, বাদ এশা আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

দ্বিতীয় দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই,এছাড়াও বয়ান করবেন আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতী নেয়ামাতুল্লাহ আল ফরীদ এবং  বাদ এশা বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তৃতীয় দিন বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। এছাড়াও বয়ান করবেন মুফতী মাহমুদুল হাসান ওয়ালীউল্লা,আলহাজ্ব মাও. রেজাউল করিম,রাত নয়টায় বয়ান করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (১৬জানুয়ারি) আখেরি বয়ান ও মোনাজাত করবেন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

তিনদিনব্যাপী বিশাল এ মাহফিল খুলনাবাসীকে সফল করার আহ্বান জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির প্রধান পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মজিদ ও অত্র মাদ্রাসার মুহতামিম  হযরত মাওলানা হাফেজ আব্দুল আউয়াল।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ