বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১০ পৌষ ১৪৩১ ।। ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
নারায়নগঞ্জের দেওভোগ মাদরাসার খতমে কুরআন ও বুখারী মাহফিল ১৮ জানুয়ারি কাল হাইআতুল উলয়ার বৈঠক ১৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘যুব সমাবেশ’ শুক্রবার জামি'আ আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদরাসায় একাধিক পদে জনবল নিয়োগ অন্যায়-সিন্ডিকেট উপড়ে ফেলব: সারজিস পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৪৬, পাল্টা হামলার হুমকি তালেবানের হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীকে যে কারণে ভালোবাসেন কাসেম নানূতবী রহ. মাদরাসা শিক্ষার্থীদের গণমাধ্যমে সক্রিয়তা: নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন হজ নিবন্ধনের বাকি একদিন, এখনও কোটা খালি ৫০ হাজার মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ

ওয়াজ শুনতে বাংলাদেশে অনুপ্রবেশ, ভারতীয় কিশোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়াজ শুনতে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এক ভারতীয় কিশোর। এ ঘটনায় তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৩ বছরের ওই কিশোরের নাম হৃদয় মিয়া।

মঙ্গলবার রাতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

খবর পেয়ে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তার কাছে থাকা একটি ভারতীয় মোবাইল, একটি ভারতীয় সিমকার্ড পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কিশোর জয়ধরভাঙ্গা নেকিপাড়া এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারতীয় ওই কিশোর অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে বাংলাদেশে এসেছে। মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ