নারায়ণগঞ্জ ফতুল্লায় অবস্থিত জামি'আ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার খতমে কুরআন ও খতমে বুখারী মাহফিল আগামী ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওই দিন মাদরাসা প্রাঙ্গণে বেলা ৩টায় শুরু হবে এ অনুষ্ঠান।
বুখারী শরীফের সর্বশেষ সবক প্রদান করবেন আল্লামা মুফতি নাসিরুদ্দীন কাসেমী (শায়খুল হাদীস, অত্র জামি'আ ও জামালুল কুরআন মাদরাসা, গেন্ডারিয়া, ঢাকা)।
বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান চাটগামী (শায়খুল হাদীস, জামিয়া ইসলামিয়া উত্তর বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা)।
মহতি এ মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিলেন মাদরাসাটির প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী।
হাআমা/