আলমি শুরার সদস্যরা আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এসময় তারা সাদপন্থীদের ইজতেমা আয়োজনের চেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) সংঘর্ষে তাদের তিনজন সাথি নিহত হয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের নির্দেশনা অমান্য করেছেন। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখল করার চেষ্টা করে, তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। তিনি আশ্বস্ত করেন যে, ইজতেমার মাঠে সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে না।
এ বিষয়ে তিনি আরও জানান, মাওলানা সাদ যদি তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করেন, তবে এই সমস্যার সমাধান সম্ভব।
এর আগে, ২০২৫ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আলমি শুরার অধীনে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের আয়োজনে হবে।
এনএ/