রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৪ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাওলানা নাজমুল হাসান কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।। মাওলানা নূর হোসাইন সবুজ ।।

আগামীদিনে দেশ-জাতি ও মুসলিম উম্মাহ'র বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার বৃহত্তর উত্তরা অঞ্চলের আলেমরা ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’ নামে নতুন এক কমিটি গঠন করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ৯টায় উত্তরা ৬নং সেক্টর কমিউনিটি সেন্টারে বৃহত্তর উত্তরার শীর্ষ মুরুব্বি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে বৃহত্তর উত্তরা অঞ্চলের উলামায়ে কেরামের এক বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন সম্পন্ন হয়।

মাওলানা আব্দুস সাত্তার ও মুফতি গিয়াসউদ্দিন আল মাদানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মাওলানা নাজমুল হাসান কাসেমীকে সভাপতি, মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে নির্বাহী সভাপতি মনোনীত করা হয়। এছাড়া মুফতি মহিউদ্দিন মাসুমকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক, মুফতি গিয়াসউদ্দিন আল মাদানীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা জাকির কাসেমীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্য মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেছেন, বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম দেশ-জাতি ও মুসলিম উম্মাহ’র যে কোন প্রতিকূলতায় ও কল্যাণে সবসময় ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আজকের বৈঠকে এটাকে সাংগঠনিক ভিত্তি দেওয়া হয়েছে। উত্তরা অঞ্চলের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকার ফলে হিজবুত তাওহীদ, কাদিয়ানী ও সাদীয়ানীদের বিরুদ্ধে এক ঘন্টার নোটিশে আমরা রাজপথে অবস্থান নিয়ে তাদের প্রতিহত করেছি। হেফাজতের ব্যানারে নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আমরা চরম আত্মত্যাগ ও শ্রম দিয়েছি। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ফ্যাসিবাদি হাসিনা সরকারের নিষ্ঠুর গণহত্যা ও নিপীড়নের পরও আমরা কোথাও পালিয়ে যাইনি। যে কোন অন্যায়, জুলুম এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে রাজপথে আমাদের সরব অংশগ্রহণ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, ইনশাআল্লাহ।

তিনি সতর্ক করে বলেন, কমিটি বাণিজ্য করে কেউ কেউ উত্তরার উলামায়ে কেরামের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। ভাড়াটিয়া দিয়ে উত্তরার আলেমদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হলে ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ