আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজানের প্রথম দিনই ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রয়লার মুরগির দাম আরো কমবে আগামী দু-এক দিনের মধ্যে। দেশের বাজারে বেশকিছু দিন ধরেই ব্রয়লার মুরগির দাম নিয়ে অস্বস্তি ছিল ক্রেতা সাধারণের মধ্যে। গত বছর যেখানে ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০-১৬০ টাকা, সেখানে এবার ২৭০ থেকে ২৮০ টাকা পর্যন্ত দাম ওঠে। এতে বিপাকে পড়েন সমাজের সাধারণ মানুষ।
আজ শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। যা গতকাল ছিল ২৭০ থেকে ২৮০ টাকা। পোলট্রি খাতের শীর্ষ চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম ১৯০-১৯৫ টাকা কেজি নির্ধারণের পরেই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
এর আগে অযৌক্তিক দামে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি করায় বৃহস্পতিবার (২৩ মার্চ) কাজী ফার্মসহ চারটি প্রতিষ্ঠানকে তলব করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর প্রতিষ্ঠানগুলো ১৯০ থেকে ১৯৫ টাকা ধরে মুরগি বিক্রির প্রতিশ্রুতি দেয়।
ভোক্তা মহাপরিচালক বলেন, কাজী ফার্ম, সিপি, প্যারাগন ও আফতাব ফার্মের সঙ্গে আমরা কথা বলেছি। কম্পানিগুলো আজ পর্যন্ত প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০ টাকা করে মিলগেটে বিক্রি করেছে। তারা আজ বৈঠকে আমাদের জানিয়েছেন, আগামীকাল থেকে ১৯০-১৯৫ টাকায় বিক্রি করবে। আশা করছি ভোক্তা পর্যায়ে এখন দাম ৩০-৪০ টাকা কমবে।
তিনি বলেন, ‘আমি তাদের আহ্বান করেছি, আপনারা এই রমজান মাসে একটু কম লাভ করেন। তারা একমত হয়েছেন। ফার্ম থেকে ব্রয়লার আসছে ২২০ থেকে ২৩০ টাকা রেটে। সে ক্ষেত্রে তো খোলাবাজারে ২৫০ টাকা হবেই।’
ব্রয়লারের দাম কমাতে প্রয়োজনে বর্ডার উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।
টিএ/