আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হাকিমপুরের হিলি রেলওয়ে স্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে মোঃ ওয়াজেদ ইসলাম ওয়াদুদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মোঃ ওয়াজেদ ইসলাম ওয়াদুদ (১৪) জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউপির সাতকুড়ি রায়ভাগ এলাকার রশিদুল ইসলামের ছেলে। সে হাকিমপুরের গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনের অদুরে সাতকুড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দোকানদার আমেদ আলীসহ স্থানীয়রা বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে ছেলেটিকে এখানে ঘোরাঘুরি করতে দেখা যায়। ট্রেন আসার আগে সে রেললাইনের ওপর বসে মোবাইল দেখছিল। লোকজন তাকে অনেক নিষেধও করেছে। বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে।
হাকিমপুরের হিলি রেলস্টেশন মাস্টার তপন চক্রবর্তী সাংবাদিকদের জানান, আজ সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস বেলা ১১টার দিকে হিলি রেলস্টেশন অতিক্রম করে। এর কয়েক মিনিট পর খবর পাই, স্টেশনের অদূরে বোয়ালদাড় ইউপির সাতকুড়ি এলাকায় ওই ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
হাকিমপুরের বোয়ালদাড় ইউপির চেয়ারম্যান মোঃ সদরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
টিএ/