আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে যায়। এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী।
এর আগে দুপুর টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।
হাফিজ আহমদ চৌধুরী জানান, দুপুর ১টা ২০ মিনিটে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। ফ্লাইট যাত্রী নিয়ে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকায় ত্রুটি ধরা পড়ে। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।
-এসআর