বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিএনপি কখনোই সন্ত্রাস করে ক্ষমতায় যায়নি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বিএনপি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা নির্বাচনে বিশ্বাস করা একটি দল। আমরা কখনোই অগ্নিসন্ত্রাস করে ক্ষমতায় যাইনি, আর এখনও যেতে চাইও না।

আজ বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ন‍্যাপ ও বাংলাদেশ সাম‍্যবাদী দল দলের সাথে আলোচনা শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের কতগুলো সমাবেশ হয়েছে কোথাও আমরা সন্ত্রাস করিনি। উসকানি দিয়ে ক্ষমতাসীন দল সন্ত্রাস করেছে। তারা আমাদের চলমান আন্দোলনকে নষ্ট করার জন্য এই প্রক্রিয়া বেছে নিয়েছে। জনগণ সার্বক্ষণিক দেখছে তারা কী করছে না করছে। তারা যত কিছুই করুক কোনো কাজ হবে না, একটাই দাবি এ সরকারকে পদত্যাগ করতে হবে।’

‘রাজপথে কাউকে ছাড় দেওয়া হবে না’ ক্ষমতাসীন দলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘কেউ কাউকে ছাড় দেয় না, আদায় করে নিতে হয়।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে যে অনির্বাচিত সরকার তারা গত ১৪ বছরে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো একেবারে নিশ্চিহ্ন করে ফেলেছে। এখানে তারা এমন একটি কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে। শুধু তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আইন কানুন এবং সংবিধান পরিবর্তন করে তাদের মতো করে একটি ছক সাজিয়েছে। যার মধ্য দিয়ে তারা মূলত এখানে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।’

ফখরুল বলেন, ‘গত কয়েক বছরের মধ্যে তারা আমাদের অর্থনীতি থেকে এত ক্ষতির সাধন করেছে, আজকে সেটাকে সামাল দেওয়ার মতো অবস্থা তাদের নেই। রিজার্ভের যে পরিমাণ ছিল তা ইতোমধ্যে অনেক কমে গেছে। অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তিনি নিজেই বলছেন যে, দুর্ভিক্ষ আসবে। তিনি অর্থনৈতিক সংকটের কথা বলছেন, জ্বালানি তেলের সংকটে কথা বলছেন। আবার এজন্য প্রস্তুত থাকতেও বলা হচ্ছে।’

বিএনপি এ মহাসচিব বলেন, ‘সবকিছু আমদানিনির্ভর হওয়াতে আজকে দেশ সত্যিকার অর্থে একটি সংকটে পড়েছে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে। শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে, স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। দেশের ৪২ শতাংশ লোক দরিদ্রসীমার নিচে চলে গেছে। এই অবস্থায় চলতে দেওয়া যায় না।’

সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুগপৎ আন্দোলনের কথা বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ন‍্যাপ ও বাংলাদেশ সাম‍্যবাদী দল দলের সাথে আমরা আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে, মৌলিক অধিকার হরণকারী লুটেরা সরকারকে অবশ্যই অপসারণ করতে হবে। এজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি দল নিয়ে আসতে চাই।’

ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। জাতীয় সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সে তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে, তাদের অধীনে যে ভোট হবে সেখানে জনগণ নিজ হাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনের পরে যারা আন্দোলনে অংশগ্রহণ করবে তাদের সকলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা আমরা বলেছি। আজকে যে সকল দলের সাথে কথা বলেছি তারা সকলেই একমত হয়েছে।’

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ