আবদুল্লাহ তামিম।। সৃজনশীল প্রকানা প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী বিশিষ্ট আলেম ও সমাজ সেবক মাওলানা ওবায়দুল্লাহ আযহারী।
গত শনিবার (৫ নভেম্বর) ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ এর পক্ষ থেকে মিশর সফরে থাকা মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী বিশিষ্ট আলেম ও সমাজ সেবক মাওলানা ওবায়দুল্লাহ আযহারীকে এ সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়,‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ মিশরে অবস্থানরত মেধাবী ছাত্রদের সামাজিক সংগঠন। আল আজহারের বিভিন্ন শাখায় ঈর্ষণীয় সাফল্যের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতিমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে এ সংগঠনটি। ইতিমধ্যে তাদের পরিচিতি ও কার্যক্রম মিশরের গন্ডি পেড়িয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। উলামায়ে দেওবন্দের আদর্শ ধারণ করে আজহারের চেতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে সোসাইটির পরিকল্পনা প্রশংসা পাওয়ার যোগ্য বলে মনে করেন অনেকে।
মাওলানা ওবায়দুল্লাহ আযহারী বলেন, আমরা মিশর থেকে চলে আসার বেশ কিছুদিন পরে সংগঠনটির যাত্রা শুরু হলেও এরকম একটা জমায়েতের স্বপ্ন আমরাও দেখেছিলাম।
আজ এতো বছর পর সেই স্বপ্নের সমুজ্জ্বল বাস্তবায়নের কিছু নমুনা দেখে আশান্বিত হই। দূর প্রবাসে বসেও স্বদেশকে নিয়ে যারা ভাবে, বহুমুখী বাধাবিপত্তি পাড়ি দিয়ে উচ্চশিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে এমন একটি কাফেলার সাথে সম্পৃক্ততা একই সাথে আনন্দ ও গর্বের।
আমি সোসাইটির সকল স্তরের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাদের সার্বিক কল্যাণ দান করুন। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত অগ্রজ-অনুজ আযহারী ভাইদেরকে সোসাইটির লক্ষ্য-উদ্দেশ্য ও পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সহযাত্রী হওয়ার আহবান করছি।
-এটি