আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ডলারের কোনো সঙ্কট নেই। আগের চেয়ে ডলারের যথেষ্ট মজুদ রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) খেলার মাঠে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল ৩ বিলিয়ন ডলার। এখন সেটা ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলার।
এ সময় এ কে আব্দুল মোমেন জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে এখন বিশ্বেজুড়ে জ্বালানি সঙ্কট চলছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনাই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে।
-এটি