আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারী জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান ও প্রভাষক আব্দুস সবুর এ বছরের এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ধর্মীয় বিদ্বেষ ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
প্রণীত প্রশ্নপত্র ধর্মীয় সংবেদনশীলতাকে ক্ষুণ্ণ করেছে। যা রীতিমতো ধর্মীয় উসকানির শামিল। এধরনের বিদ্বেষ ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, এ পত্রের একটি প্রশ্ন হলো-‘নেপাল ও গোপাল দুই ভাই। জমি নিয়ে বিরোধ তাদের দীর্ঘদিন। অনেক সালিশ-বিচার করেও কেউ তাদের বিরোধ মেটাতে পারেনি। কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
এখন জমির ভাগ বণ্টন নিয়ে মামলা চলছে আদালতে। ছোট ভাই নেপাল বড় ভাইকে শায়েস্তা করতে আব্দুল নামে এক মুসলমানের কাছে ভিটের জমির এক অংশ বিক্রি করে। আব্দুল সেখানে বাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। কোরবানির ঈদে সে নেপালের বাড়ির সামনে গরু কোরবানি দেয়। এই ঘটনায় নেপালের মন ভেঙ্গে যায়। কিছুদিন পর কাউকে কিছু না বলে জমি-জায়গা ফেলে সপরিবারে ভারতে চলে যায় সে।’
আজ এক বিবৃতিতে তারা বলেন, পরীক্ষার প্রশ্নপত্রে ধর্মকে মুখোমুখি করা হয়েছে। মুসলমানের কাছে জমি বিক্রি করে দেশ ত্যাগ করছে-এ সমস্ত তথ্য সমাজে অস্থিতিশীলতা তৈরি করে। ধর্মকে সামনাসামনি করে ধর্ম বিশ্বাসকে আঘাত করা হয়েছে। এমন প্রশ্ন ধর্মীয় উসকানি ও বিদ্বেষপূর্ণ।
তারা বলেন, ভারতের মোদির সংষ্কৃতি ও আদর্শ বাস্তবায়নের লক্ষে একটি চক্র মাঠে নেমেছে। তিনি এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে কারা কিভাবে এধরনের প্রশ্ন করে মুসলমান ও ইসলামের বিধান নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে তাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়বে।
তারা শিক্ষা সিলেবাস নিয়ে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েতে শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে অনুষ্ঠিতব্য গণমিছিল সফলের জন্য সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।
-এটি