বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফের চিনির দাম বাড়ানোর প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে ফের চিনির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপপরিচালক মাহমুদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিনি পরিশোধনকারীরা প্রতি মাসে একবার মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়ে থাকে। তাই অক্টোবর মাসেও এমন প্রস্তাব এসেছে। তবে এখনও এনিয়ে কোনো বিচার-বিশ্লেষণ হয়নি।

ব্যবসায়ীদের দাবি, গত ২২ সেপ্টেম্বর সরকার চিনির যে দাম নির্ধারণ করে দিয়েছিল, তাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

এর আগে, চলতি বছরের ২২ সেপ্টেম্বর প্রতি কেজি খোলা চিনি সর্বোচ্চ ৮৪ টাকায় এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করে সরকার। যদিও বাজারে এর চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর