আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এই সময়ে ৬৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ২ রোগীর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়। ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন ছিল ১৪ দশমিক ০৭ শতাংশ।
সাত সপ্তাহ পর গত সোমবার দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা সাতশ ছাড়ায়, সেদিন শনাক্ত হয় ৭১৮ জন রোগী। এরপর মঙ্গলবার তা বেড়ে ৭৩৭ জন হয়। বুধবার শনাক্ত রোগীর সংখ্যা কমে ৬৬৫ জন হয়।
এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৬২ জন।
গত একদিনে ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।
-এটি