আওয়ার ইসলাম ডেস্ক: দেশের দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসের ১৫ দিনেই রোগী ৪ হাজার ছাড়িয়ে গেছে। একই সাথে মৃত্যু হয়েছে ১৯ জনের। যা গত মাসরে চেয়ে দ্বিগুণ।
আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়বে বলে কীটতত্ত্ববিদেরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। যেখানে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ জন রোগী শনাক্ত হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে বেড়েছে শিশু আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে কারো জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে দ্বিগুণ। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। আর মৃত্যু হয়েছে ৪০ জনের। যার মধ্যে অন্তত ৮ জনই শিশু।
হাসপাতালগুলোর তথ্য বলছে, বেড়েছে শিশু আক্রান্তের হার। গত ১৫ দিনে আক্রান্ত হয়েছে চার হাজারের বেশি আর মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কীটতত্ত্ববিদরা।
এশিয়াসহ বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা কম জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, তবুও আমরা ব্যথিত, দুঃখিত এবং উদ্বিগ্ন।
-এসআর