শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


মৃত বাবাকে রেখে এসএসসি পরীক্ষা দিল ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলায় বাবার মরদেহ বাসায় রেখে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিল সাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী। বুধবার রাত ১১টায় উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর (কামারপাড়া) গ্রামে মারা যান সাব্বির বাবা ৫৫ বছর বয়সী মিজানুর রহমান।

অন্যদিকে,বাবার মরদেহ বাসায় রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয় ছেলে সাব্বির হোসেন।

সাব্বির একই ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার কেন্দ্র বিরল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, সাব্বিরের বাবা মিজানুর রহমান একজন পান দোকানদার। বুধবার রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বিকেলে ভান্ডারা ইউনিয়নের রামপুর (কামারপাড়ায়) গ্রামে নামাজে জানাজা শেষে মরহুমকে দাফন করা হয়।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চন্দ্র রায় বলেন, সাব্বির একজন মেধাবী ছেলে। তার বাবা একজন পানের দোকানদার। কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাতেন। সকালে আমি খবর পাই সাব্বিরের বাবা মারা গেছে। এদিকে সাব্বিরের এসএসসি পরীক্ষা থাকায় সাব্বির তার বাবাকে রেখে পরীক্ষা দেয়। বৃহস্পতিবার তার বাংলা পরীক্ষা ছিল। আমি সাব্বিরসহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ