শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার খুলনায় ‘মার্চ ফর গাজা’ শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এরশাদ ‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের নেতৃবৃন্দ বলেছেন, জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম দেশে শান্তিতে বসবাস করার জন্য। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। পতিত স্বৈরাচার সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে দেশ ছেড়ে গেলেও প্রতিনিয়ত তার দোসরেরা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। 

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পূর্বের সভাপতি মারুফ বিল্লাহ আমিনীর নেতৃত্বে গন-অভ্যুত্থান সুরক্ষায় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন ও ইসকন কতৃক এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন। 

নেতৃবৃন্দ বলেছেন, প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের নজির স্থাপন করেছে বাংলাদেশ। খেত- খামার, কল-কারখানা, অফিস-আদালত সবখানে কাঁধে কাঁধ মিলিয়ে নানা সম্প্রদায় কাজ করেছে। একে অন্যের দুঃখে-আনন্দে শরিক হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর সংহতি ও ঐক্য জাতীয় ইতিহাসে গৌরবময় ঐতিহ্য ও ইতিহাস হয়ে আছে। আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের তরুণদের গণঅভ্যুত্থান তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

নেতৃবৃন্দ আরো বলেছেন, আমরা গভীরভাবে লক্ষ্য করছি সন্ত্রাসী সংগঠন ইসকন বিভিন্নভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। সম্প্রীতির বাংলাদেশে কোন অসাম্প্রদায়িক শক্তিকে আমরা দেখতে চাই না। অনতিবিলম্বে ইসকনের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। শহিদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে৷ অন্যথায় ছাত্র জমিয়ত বাংলাদেশ এদেশের তৌহিদী জনতাকে নিয়ে আবারো রাজপথে নেমে আসবে। 

ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা কালীম মাহফুজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য কে এম তাহমীদ হাসান। 

আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খিলগাঁও থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, যুব জমিয়ত নেতা সাখাওয়াত হোসাইন, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পূর্বের প্রশিক্ষণ সম্পাদক মাহবুবুর রহমান, কলেজ সম্পাদক আশরাফ সিদ্দিকী, মাহমুদুর রহমান নাঈম, শুয়াইব বিন নাছির, প্রান্ত মিয়া, আফসার হোসাইন, হাসান মাহমুদ, জাকির হোসাইন প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ