আওয়ার ইসলাম ডেস্ক: কয়েকদিন ধরে চলা বৃষ্টির প্রবণতা কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি আরও কমে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
অন্যদিকে এক সপ্তাহ পর সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামানো হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছিল।
এরপর লঘুচাপটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ভারতের স্থল ভাগে ওঠে। বাংলাদেশে ও ভারতে বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমে দুর্বল হয়ে নিঃশেষ হওয়ার পথে।
এদিকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার আকাশে মেঘ আনাগোনা থাকলেও বৃষ্টি নেই। দেখা মিলেছে রোদের।
-এএ