শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

নিবন্ধন পেলো ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: নিবন্ধন পেয়েছে স্বনামধন্য সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।’ সংস্থাটির সরকারী নিবন্ধন নং- S-13879/2022।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নিবন্ধন পাওয়ার পর নিজেদের কাজকে আরো গতিশীল করতে গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রফেসর মিখাইল করিমের সভাপতিত্বে ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র মোহাম্মদপুরের নিজস্ব কার্যলয়ে এক নির্বাহী বৈঠক করে সংস্থাটি। এতে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ডক্টর মশিউর রহমান, সহ সভাপতি মুহাম্মদ ইকবাল বাহার, সাধারন সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আমিরুল ইসলাম, কো-অর্ডিনেটর ও প্রকল্প বাস্তবায়ন পরিচালক মুহাম্মাদ রাজ এবং অধ্যাপক মুহাম্মাদ কাইয়ুম।

বৈঠকের শুভেচ্ছা বক্তব্যে মুহাম্মদ রাজ বলেন, সরকারী নিবন্ধন পাওয়ায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অবারিত সুযোগ হয়েছে আমাদের। বন্যা, দুর্যোগ ও বিভিন্ন ক্রান্তিলগ্নে আমরা এগিয়ে আসবো। মানুষের কল্যাণে নানা প্রজেক্টে কাজ করবো। নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যারা সবসময় আমাদের পাশে ছিলেন দোয়া, সাহস ও শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, হাফেজ্জী সেবা সংস্থা নামে এটিই একমাত্র নিবন্ধিত সংস্থা। এ নামে নিবন্ধিত আর কোনো সংস্থা নেই।

No description available.

মুখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আজকের এই শুভ দিনে আল্লাহর কৃতজ্ঞতা ছাড়া কোনো উপায় নেই। এবার সুযোগ হয়েছে এই নিবন্ধনকে কাজে লাগিয়ে পথশিশু, বিধবা, এতিম, অসহায়, দুখী, বেদে পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কাজ করবো। ক্রান্তিকালে মানুষের সেবায় আসবো। উলামায়ে হযরতদের জন্য কাজ করবো। আল্লাহ আমাদের সঙ্গী হোন। আমাদের চলার পথে সবার সহযোগিতা একান্ত কাম্য।

প্রসঙ্গত, সংস্থাটির সাথে সার্বিক যোগাযোগ নাম্বার, 01727-216100, 01406-970907, 01791-918858। টিম হাফেজ্জী সেবা, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, ৮/১, প্রধান সড়ক, মুহাম্মাদী হাউজিং লিমিটেড, মুহাম্মদপুর, ঢাকা-১২০৭

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ