আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেনের টিকিট দু’বার বিক্রি করার অপরাধে সহজ ডটকমকে করা ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানার স্থগিতাদেশের মেয়াদ ২ মাস বাড়িয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার সহজ ডটকমের পক্ষে সময় আবেদন করলে মেয়াদ ২ মাস বাড়িয়ে দেন বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এর আগে গত ২৬ জুলাই সহজ ডটকমের পক্ষে ব্যারিস্টার তানজীব উল আলম জরিমানার আদেশ স্থগিত চেয়ে এ রিট করেন। রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
পরে ৩১ জুলাই রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
তবে সহজ ডটকম নিজেদের নির্দোষ দাবি করে দায় চাপাচ্ছে রেল কর্তৃপক্ষের ওপর। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।
-এএ