আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার (১১ সেপ্টেম্বর) ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।
কর্পোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল ডা. মো. গোলাম মোস্তফা সারওয়ার গণমাধ্যমকে বলেন, আজ সকাল থেকে ডিএনসিসি আওতাধীন প্রতিটি এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা শুরু হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের দশটি অঞ্চলে দশটি টিম এ অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এডিসের লার্ভা পেলেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের দায়িত্বে থাকা আব্দুর রশিদ বলেন, মেয়রের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। সকাল থেকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। সেখানে মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ আছে কিনা তা পরীক্ষা করে দেখছি। সেই সঙ্গে আমাদের কর্মীরা ওষুধ স্প্রে করছে। কোনো বাসায় মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পেলে আমরা সেখানে স্টিকার লাগিয়ে দিচ্ছি এবং বাড়ি মালিককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিচ্ছি।
-এএ