শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ছাত্র মজলিসের সভাপতি বিলাল ও সেক্রেটারি রায়হান আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন মুহাম্মাদ রায়হান আলী।

সারাদেশের সদস্যদের দেওয়া প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের প্রাক্তন সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ড.আহমদ আবদুল কাদের।

২০ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে ১০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২ টায় ‘কেন্দ্রীয় সভাপতি নির্বাচন- ২০২২ এর ফলাফল সকল সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলীল, ড.মোস্তাফিজুর রহমান ফয়সল,সংগঠনের সাবেক সভাপতি মুফতী মুহাম্মদ হুজায়ফা, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর।

নব-মনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সাবেক ক্যাম্পাস ও প্রশিক্ষণ সম্পাদক কে এম জে বিন আজাদ, সাবেক বায়তুলমাল সম্পাদক এইচএম এরশাদ, সাবেক প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ শাহীন, সাবেক প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জারির হোসাইন।

সংগঠনের বায়তুলমাল ও পপ্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন, অফিস প্রকাশনা সম্পাদক আলমীগর হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি ঈসমাইল খন্দকার, সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমদ খান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহসান আহমদ খান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ