নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম।
উল্লেখ্য যে, সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার বিএমডিএ কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার কোনভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিকদের স্বাধীনতা এভাবে কেড়ে নেয়ার নজির ভাল নয়। সরকারের সকল বিভাগে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি চলে। এগুলো বলতে গেলে বা লেখতে গেলে প্রায়ই এধরনের হামলার শিকার হতে হয় সাংবাদিকদের, যা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বরদাশত করার মত নয়। সাংবাদিকদের গলা চেপে ধরার ইতিহাস সুখকর নয়।
নেতৃদ্বয় আহত সাংবাদিকদের উন্নত চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপুরণ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কেএল/