আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (৫ সেপ্টেম্বর)। এদিন বিকেল ৪টা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ কার্যক্রম চলবে রাত ১২টা পর্যন্ত।
রোববার (৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি শুরু হতে যাচ্ছে। ৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হবে। চলবে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
ভর্তি প্রক্রিয়া শেষে এ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঢুকে অনলাইনে আবেদন ফরমপূরণ করতে পারবেন।
-এএ