আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ২৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৮ জনে। ডেঙ্গুতে এ বছর ২৩ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২০৪ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৮৫৮ জনের মধ্যে ৭৩৯ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের ১১৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ছয় হাজার ৬৯২ জন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৫০৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ১৮৩ জন।
সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা চার হাজার ৭৫৯ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়পত্রপ্রাপ্ত রোগী এক হাজার ৫২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।
-এটি