নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষ থেকে রাজধানীর হাজারীবাগ থানার কালুনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান দলের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
তিনি আজ বেলা ২টায় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর দু:খ দুর্দশার কথা শোনেন এবং ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা প্রদান করেন। এ সময় পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগর আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়াও ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম আগুন লাগার সাথে সাথে কালুনগর বস্তিতে ছুটে যান এবং আগুন নিভাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এ স্বচ্ছাসেবক টিম বস্তিবাসীর সমস্যা দূর না হওয়া পর্যন্ত তাদের পাশে থেকে কাজ চালিয়ে যাবে।
এ সময় তাঁর সাথে ছিলের দলের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, হাজারীবাগ থানা সভাপতি হাজী আব্দুল হাই, আব্দুল্লাহ আলফাজ, শ্রমিকনেতা শামসুদ্দিন প্রমুখ।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, হাজারীবাগ কালুনগর ক্ষতিগ্রস্ত বস্তিবাসী পরিবারের ঘর-বাড়ী পুননির্মাণ, আহতদের উন্নত চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে। সেইসাথে অগ্নিকান্ডের রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় যে কোন বিপদ-আপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে, ভবিষ্যৎেও থাকবে।
কেএল/