আওয়ার ইসলাম ডেস্ক: দেশ থেকে বিভিন্ন সময় পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (৩১ আগস্ট) এই নির্দেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। আগামী ২৬ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে অগ্রগতি জানিয়ে লিখিতভাবে আদালতকে অবহিত করতে বলা হয়েছে।
আদালত এই নির্দেশ দেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসকে। এর আগে সুইচ ব্যাংকে টাকা পাচারকারীদের ব্যাপারে তার কাছে প্রতিবেদন চেয়েছিলেন আদালত। কিন্তু সেই প্রতিবেদনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মাসুদ বিশ্বাসকে তলব করা হয়। আজ বুধবার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।
বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে ক্ষমা করে দিয়ে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সেল গঠনের নির্দেশ দেওয়া হয়। তাকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনি অন্তত দায়সারাভাবে প্রতিবেদনটি জমা দিয়েছেন। যেহেতু আপনি ক্ষমা চেয়েছেন, তাই আপনাকে ক্ষমা করা হলো। কিন্তু এসব ব্যাপারে ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে।
-এটি