আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, জ্বালানী তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে যাচ্ছে। সীমিত আয়ের মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। বাসাভাড়া সহ সংসারের খরচ সামলাতে না পেরে অনেকে শহর ছেড়ে দিচ্ছে।
কর্মহীন মানুষের কাতার দিন দিন ভারি হচ্ছে। ডলারের বাজারে অস্থিরতার কারণে গুরুত্বপূর্ণ পণ্যের আমদানী ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে শিল্পকারখানা সহ কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এ বছর ফসল উৎপাদন ব্যাহত হলে মারাত্মক খাদ্য সংকটে পড়বে দেশ। প্রধান নির্বাচন কমিশনার অধিকাংশ রাজনৈতিক দলের মতামত তোয়াক্কা না করে জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্ত নিয়েছেন। এভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দিন দিন ঘণিভূত হলেও সরকারের টনক নড়ছে না। দেশ এভাবে চলতে পারে না।
দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। আমিরে মজলিস গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড: মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নুর হোসাইন, মাওলানা আবদুল হক আমিনী, শাহাব উদ্দিন আহমদ খন্দকার, তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।
-এটি