শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

নারীর পোশাক নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যটি অপরিণামদর্শী: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি নারীদের পোশাক নিয়ে গণমাধ্যমে দেয়া শিক্ষামন্ত্রীর বক্তব্য অপরিণামদর্শী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

আজ (৩০ আগস্ট) মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস করতেই ধর্মহীন নাস্তিক গোষ্ঠী ও বিধর্মী কিছু ষড়যন্ত্রকারীরা সারাদেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ও অনলাইনে ধর্মীয় বিষয়ে আঘাত হানতে তৎপর রয়েছে।

ইসলামের সুমহান আদর্শ বিশেষ করে নারীদের পোষাকের বিরুদ্ধে তারা সিরিজ অবমাননা করেই চলেছে। অনেক সময় ইস্যু তৈরি করে ধর্মপ্রাণ মুসলমানদের উপরে দায় চাপানোর অপচেষ্টাও করেছে।

অধ্যক্ষ মাসউদ বলেন, শিক্ষামন্ত্রী ঐ সমস্ত ধর্মহীন নাস্তিক ও ষড়যন্ত্রকারীদের সমালোচনা না করে উল্টো শান্তিপ্রিয় মুসলমানদের সমালোচনা করে অপরাধী গোষ্ঠীদেরকে উস্কে দিচ্ছেন বলে মনে হয়েছে।

যা একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আশা করা যায় না। আপনার বক্তব্যে আপনি কাদেরকে ইঙ্গিত করে কথা বলছেন তা স্পষ্ট করা জরুরী। মনে রাখবেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে রোবটিক্স নিয়ে কথা বলা যেমন জরুরী তেমনি সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় বিধি-বিধান পালনের বিষয়ে আলোচনা করাটাও জরুরী। কেননা 'সংস্কৃতি' ও 'আচরণ' প্রতিটি ধর্মের-ই গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ।

তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্যে আরও সচেতন হবার পাশাপাশি দেশ ও জাতির কল্যানে মনোনিবেশ করতে আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ