আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গে আটক ৮৮ বাংলাদেশি জেলে। দীর্ঘ আইনি লড়াই শেষে দেশে ফেরার সুযোগ পেলেন তারা।
আজ সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ দিয়ে এ মৎস্যজীবীদের বাংলাদেশে ফিরিয়ে দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশি ৩টি মাছ ধরার ট্রলার আন্তর্জাতিক নৌসীমানা অতিক্রম করায়, ওই ট্রলারগুলোতে থাকা ৮৮ জেলেকে আটক করে ভারতীয় নিরাপত্তারক্ষীরা।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভুল করে ভারতীয় নৌসীমান্তে অনুপ্রবেশ করেছিলেন তারা। এরপর আদালতের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সংশোধনাগারে রাখা হয় তাদের।
পরে আটক ওই ৮৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করেন কলকাতা ডেপুটি হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা জানান, কলকাতা ডেপুটি হাইকমিশনারের কাউন্সিলর রিয়াজুল ইসলামের দীর্ঘ চেষ্টার পর সম্প্রতি বাংলাদেশি নিরীহ জেলেদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়।
ফ্রেজারগঞ্জ এলাকার স্থানীয় মৎস্যজীবীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে জব্দ ট্রলারসহ ৮৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে দেয়া হয়।
-এসআর