আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য হ্রাসের লক্ষ্যে ডিজেলের উপর আরোপিত সমুদয় আগাম কর (এআইটি) অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
আজ রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার গত ৫ আগস্ট তেলের দাম বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে পরিবহন খরচ বৃদ্ধিসহ মূল্যস্ফীতি দেখা যায়। মূলত মূল্যস্ফীতি হ্রাসের লক্ষ্যে ডিজেলের উপর থেকে শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ওই দিন রাত ১২টা থেকেই বর্ধিত মূল্য কার্যকর করা হয়। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।
-এসআর