আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) সংগঠনটির চকবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আগামী ৯-১০ ডিসেম্বর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই আলিয়ার মাঠে আযমতের রেসালাত মহাসম্মেলন বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরামসহ বিভিন্ন দেশের দেওয়ানিয়াতের ঝান্ডাবাহী হাক্কানি ওলামায়ে কেরামকে দাওয়াত এর সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও আগামী ৩১ আগস্ট বুধবার জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ হাওয়ারিয়িন পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারী আবুল হোসাইন সাহেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সিনিয়ার সহ-সভাপতি মনোয়ার উদ্দিন লাহোরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি তসলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজী, মুফতি আনিসুর রহমান, মাওলানা শহিদুল আনোয়ার সাদী,মাওলানা আবুল খায়ের কুসুমপুরী, মাওলানা আব্দুল হক, মুফতি শামসুল হক ওসমানী, মাওলানা মাহমুদুল হাসান মাহফুজ,মুফতি রাহমাতুল্লাহ আরবি, কারী ওয়াসেক বিল্লাহ, মাওলানা কাউসার জমিল প্রমুখ নেতৃবৃন্দ।
-এএ