শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

চা-শ্রমিকদের তিনদিন অপেক্ষা করতে বললেন পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলনরত চা-শ্রমিকদের সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি বলেছেন, 'অনুরোধ করছি, আর ৩টা দিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ সমাধান আসবে। আপনারা প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা সমাধান শুনবেন।'

বুধবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মৌলভীবাজারের চৌমুহনীতে জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন চা শ্রমিকরা। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট লেগে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এ সময় জুড়ী উপজেলায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী। চা-শ্রমিকদের অবরোধের খবর পেয়ে মন্ত্রী অনুষ্ঠান থেকে দ্রুত বের হয়ে আন্দোলনস্থলে যান। সেখানে গিয়ে তিনি উপস্থিত চা-শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর মন্ত্রীর আশ্বাস পেয়ে চা-শ্রমিকেরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

চা শ্রমিকদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, 'আপনারা অনেক কষ্ট করে এই রোদে পুড়ছেন। এটা খুবই দুঃখজনক। আপনারা বঙ্গবন্ধুকে বাবার মতো ভালোবাসেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও শতভাগ ভোট দিয়ে বার বার জয়যুক্ত করেছেন। প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অতি সদয়, সবসময় আপনাদের ভালো চান। যাতে দেশ পরিচালনায়, বাগান পরিচালনায় আপনারা যেন অবদান রাখতে পারেন।'

'আপনাদের জন্য সরকার একটি-দুটি করে ঘর তৈরি করে দিচ্ছে। এগুলো আরও বাড়ানো হবে। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে', যোগ করেন তিনি।

শাহাব উদ্দিন বলেন, 'মজুরি বৃদ্ধির দাবিতে অনেকদিন ধরে আপনারা সড়কে দাঁড়িয়ে কষ্ট করছেন। আপনাদের মজুরি আরও বাড়ানো হচ্ছে। আপনারা বলেছেন- প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা কথা শুনতে চান ও তার সঙ্গে কথা বলতে চান। এইমাত্র আমি গাড়িতে বসে প্রধানমন্ত্রীর সচিবের সঙ্গে কথা বলে আপনাদের কাছে এসেছি। আমি আশাকরি, বড়জোর ৩ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কিছু একটা বলবেন। তখনই বিষয়টির সমাধান হবে।'

'তাই এখন আমি অনুরোধ করছি আর কষ্ট করবেন না। আপনারা আমার মা-বোনের সমান। ভোট আসলে আমাকে নৌকা মার্কায় পাস করাতে পাগল হয়ে যান, এজন্য আমি কৃতজ্ঞ। তাই অনুরোধ করছি- আর ৩টা দিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ সমাধান আসবে। আপনারা প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা সমাধান শুনবেন', বলেন মন্ত্রী।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ